Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার বহরা ইউনিয়নের মনতলা তেমুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. সুহেল মিয়া, পিতা: দুলাল মিয়া, মো. শফিক মিয়া, পিতা: মনসুর আলী। দুজনেই চৌমুহনীর মঙ্গলপুর এলাকার বাসিন্দা।

অভিযান চলাকালে দেখা যায়, তারা অনুমোদন ছাড়াই স্থানীয় খাল থেকে বালু উত্তোলন করছিলেন। এতে নদী ও আশপাশের জমির ক্ষতির আশঙ্কা তৈরি হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী উভয়কে ৩০ (ত্রিশ) দিন করে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে মনতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা ও মনতলা পুলিশ তদন্তকেন্দ্রের একটি দল উপস্থিত থেকে সহায়তা করেন। অভিযানের সময় স্থানীয় এলাকাবাসীও উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশ ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এসব অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

মাধবপুর উপজেলার বেশ কয়েকটি এলাকায় দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগ রয়েছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং কৃষিজমি হুমকির মুখে পড়ছে। স্থানীয় প্রশাসন সম্প্রতি এসব অনিয়ম রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।