Image description

কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার থানা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার থানা মোড় চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বক্তারা বলেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে ২০% বাড়ি ভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫% উৎসব ভাতার দাবি জানিয়ে আসছেন। এসব যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের পাশাপাশি ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর বর্বর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বিক্ষোভ মিছিলের আহ্বায়ক ও চর রাজীবপুর বি.এম. কলেজের অধ্যক্ষ মাহবুব রশিদ মন্ডল, রাজীবপুর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও জাউনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন বাবু, রাজীবপুর মহিলা কলেজের প্রভাষক রোস্তম মাহমুদ লিখন, শিক্ষক আমিনুর রহমান মাস্টারসহ আরও অনেকে।

বক্তারা শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।