Image description

"সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধীর উন্নয়ন" — এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি দিবস।বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সূচিত্রা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) তাপস শীল।

সুনামগঞ্জ প্রতিবন্ধী সেবা কেন্দ্রের কনসালটেন্ট ডা. তানজিল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন নুরুর রব চৌধুরী, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সুবিমল চক্রবর্তী চন্দন, নুরুল আলম ছিদ্দিকী, আব্দুর রাজ্জাক, তাজুল ইসলাম তারেক, নুর উদ্দিন প্রমুখ।

স্মার্ট সাদাছড়ি ব্যবহারের বিভিন্ন কৌশল উপস্থাপন করেন সুনামগঞ্জ প্রতিবন্ধী সেবা কেন্দ্রের থেরাপি সহকারি আরিফুল ইসলাম।

আলোচনা সভা শেষে ৮ জন দৃষ্টি প্রতিবন্ধীর হাতে স্মার্ট সাদাছড়ি তুলে দেন অতিথিবৃন্দ।

এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ করে।