পটুয়াখালীর বাউফলে খেলাধুলা করার সময় পুকুরের পানিতে ডুবে আলিব হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাস বাজার সংলগ্ন এ ঘটনা ঘটে।
আলিব হোসেন বিলবিলাস এলাকার বুলু গাজী বাড়ির সোহাগ হোসেনের ছেলে।
নিহত শিশুর স্বজনরা জানান, আলিব নিজ বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পরে বাড়ির একজন পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু আলিবকে মৃত ঘোষণা করেন।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, “ঘটনার বিষয়ে এখনও পুলিশকে কেউ জানায়নি। খোঁজ নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Comments