Image description

পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন ও জুলাই সনদের আইনী ভিত্তি সহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর। মঙ্গলবার অক্টোবর সকালে ময়মনসিংহ প্রেসক্লাব এর সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়। 

এতে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ময়মনসিংহ মহানগর আমীর ও ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।

তিনি বলেন, ৫ আগস্টের পরে আমাদের রাজপথে দাঁড়ানোর কথা ছিল না। আমরা আলোচনার মাধ্যমে সংস্কারে বিশ্বাসী। গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে হতে পারে না। অবশ্যই জাতীয় নির্বাচনের আগে গণভোট এর আয়োজন করতে হবে। জুলাই সনদ এদেশের মানুষের আকাঙ্ক্ষা, ভালোবাসা ও প্রত্যাশা। আরেকটি স্বৈরাচারী সরকার যেন আবার চেপে বসতে না পারে সেজন্য জুলাই সনদকে আইনী ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। সন্ত্রাস, দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য জামায়াতের এ আন্দোলন বলেও উল্লেখ করেন তিনি।

কর্মসূচিতে দলের অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। এসময় "এই মুহূর্তে দরকার পিআর আর সংস্কার, পিআর পদ্ধতির নির্বাচন, দিতে হবে দিয়ে দাও, জামায়াত-শিবির জনতা, গড়ে তোলো একতা" স্লোগান দিতে দেখা যায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ জেলা শাখার আমীর আব্দুল করিম।

তিনি বলেন, ৫ আগস্টের পর নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। মানুষ নতুন কিছু ভাবতে শুরু করেছে। এখন সবাই জামায়াতকে চায়। জামায়াত মানুষের কল্যাণ চায় বলে মানুষ জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ দেশকে নিরাপদ হিসেবে গড়ে তুলবো।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, মহানগর জামায়াত এর নায়েবে আমীর ও ত্রিশাল সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান সোহেল, জেলা জামায়াতের সহকারী মাহবুবুর রশীদ ফরাজি, মহানগর জামায়াত এর সহকারী সেক্রেটারি মাহবুব হাসান শামীম, মহানগর শিবির সভাপতি শরিফুল ইসলাম খালিদ, মহানগর শূরা ও কর্মপরিষদ সদস্য ডাঃ আব্দুল আজিজ, হায়দার করিম, খন্দকার আবু হানিফ, ইঞ্জিনিয়ার আব্দুল বারী, শ্রমিক নেতা ওয়ালীওল্লাহ মুজাহিদ প্রমুখ।