Image description

ঢাকার ধামরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্র সংগঠন ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।

বুধবার (১৫ অক্টোবর) রাতে সাভারের নবীনগর (ডিওএইচএস) আবাসিক এলাকা থেকে সেনাবাহিনীর সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে হাবিবকে গ্রেপ্তার করেন ধামরাই থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় থানা বাসস্ট্যান্ডে আন্দোলন করতে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থী ও সাধারণ জনগণের উপর হামলা সহ বিভিন্ন জায়গায় হুমকি ধমকির অভিযোগ রয়েছে।

হাবিবুর রহমান হাবিব ধামরাই পৌর এলাকার মোকামটোলা মহল্লার মো. লাবু খানের ছেলে।

ছাত্রলীগের এ নেতার নামে আশুলিয়া থানার গাড়ি পোড়ানো মামলা ও শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাক শিল্পে অস্থিরতা ও শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগও রয়েছে। এছাড়াও ধামরাইয়ে আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার আসামি ছিল। সেই মামলায় হাবিব জামিনে ছিলেন বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট সকালে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজের সামনে নির্বিচারে গুলি করলে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ২য় বর্ষের ছাত্র আফিকুল ইসলাম সাদের মাথায় গুলি বিদ্ধ হয়। পরে ৮ আগস্ট সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিন দিন পর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

নিহত সাদের নানা আজিম উদ্দিন বাদী হয়ে গত বছরের ২১ আগস্ট ধামরাইয়ের সাবেক এমপি ও ঢাকা জেলা আ’লীগের সভাপতি বেনজীর আহমদ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮২ নেতা কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো অন্তত (৮০-৯০) জনের নাম সহ ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

গ্রেপ্তারের বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে। তার নামে একাধিক মামলা হয়েছে। তবে কত দিনের রিমান্ড চাওয়া হবে তা এখনো জানাননি ওসি। রিমান্ড চাওয়ার বিষয়টি পরে জানানো হবে।