নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে দুই লক্ষাধিক টাকার সুতি-রিং জাল ও সরঞ্জাম আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এসব জব্দ করে আগুনে ভস্মীভূত করা হয়।
আত্রাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান জানান, খালে বাঁশের বানা দিয়ে মাছের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত করে অবৈধ সুতি ও রিং জাল দিয়ে মাছ নিধন করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিশা ইউনিয়নের পৈসাওতা খালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই লক্ষাধিক টাকার অবৈধ সুতি ও চায়না দুয়ারী রিং জাল এবং বানাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এরপর সেখানেই আগুন দিয়ে পুড়িয়ে ভস্মীভূত করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন আত্রাই উপজেলা নির্বাহীর ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিকী। এসময় থানাপুলিশসহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments