Image description

মাদারীপুরের কালকিনিতে নিজ ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে মৃত্তিকা (২২) নামের এক যুবতী আত্মহত্যা করেছে। এদিকে ঐ যুবতীর ঝুলন্ত লাশ দেখে প্রতিবেশী দুলাল চৌকিদার (৫২) নামের এক ব্যক্তি স্ট্রোক করে মারা গেছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মৃত্তিকা ওই এলাকার ব্যবসায়ী মিন্টু সরদারের মেয়ে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ মাস আগে মৃত্তিকার বিয়ে হয়। তার স্বামী ঢাকায় চাকরি করেন। মৃত্তিকা শ্বশুরবাড়িতেই থাকত। গতকাল বাবার বাড়িতে আসে। পরে সেখান থেকে বিকেলে বের হয়ে রাত আটটার পরে বাড়িতে আসে। এ নিয়ে তার মা তাকে বকাঝকা করে। পরবর্তী গভীর রাত পর্যন্ত সে পরিবারের লোকজনের সাথে গল্পগুজব করে রাত দুইটার দিকে নিজ রুমে ঘুমাতে চলে যায়। এরপর রাতের কোনো এক সময়ে সে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়।
সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে ১১টার দিকে তার ভাই তাকে ডাকতে থাকে। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে মৃত্তিকাকে ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। পরে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেন। এদিকে প্রতিবেশী মৃত্তিকার দাদা সম্পর্কের দুলাল চৌকিদার নামের এক ব্যক্তি নিহতের ঝুলন্ত মরদেহ দেখে বাড়ি ফিরে গিয়ে স্ট্রোক করে মারা যান।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা জানান, "আত্মহত্যার ঘটনায় পরিবার হতে কোনো অভিযোগ না দেওয়ায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। আর নিহতের পরিবার যদি কোনো অভিযোগ দেয় তবে তা খতিয়ে দেখা হবে।"