
পাবনার আটঘরিয়া উপজেলায় পানিতে ডুবে হুজাইফা (৪) নামক এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার পিতার নাম রুমেল হোসেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে শ্রীকান্তপুর পুকুরপাড়া গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল আউয়াল।
জানা গেছে, দেবোত্তর ইউনিয়ন শ্রীকান্তপুর পুকুরপাড়া গ্রামে রুমন হোসেনের ছেলে হুজাইফা ঘটনার দিন দুপুরে বাড়ির পাশে খেলা করছিল।
এ সময় সে খেলার ছলে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন হুজাইফাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে হুজাইফার মৃতদেহ ভাসতে দেখে।
Comments