নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি মাত্র মহিলা কলেজ। এই কলেজটি সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহমাদ নিজের বাবা মনসুর আহমাদ এর নামে ২০২২ সালে প্রতিষ্ঠা করেন। গত বছর এইচএসসি পরীক্ষায় পাশের হার ৫০ শতাংশের উপরে থাকলেও এই বছর পাশের হার দাঁড়িয়েছে ৩০ শতাংশে। জানা গেছে ১১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫ জন পাশ করেছে। গত বছরের তুলনায় পাশের হার কম হওয়ায় কিছুটা আলোচনা সমালোচনা হচ্ছে স্থানীয় মহলে।
পরীক্ষা চলাকালীন সময়ে বারহাট্টা সরকারি কলেজের বেশ কয়েকজন ছাত্র ছাত্রীকে নকল করার কারণে বহিষ্কার করা হয়েছিলো। সেই সময় অনেকেই ভেবে ছিলো এই বছর মনসুর আহমাদ মহিলা কলেজ সবার চেয়ে ভালো করবে আর সরকারি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় খারাপ করবে। সেই তুলনায় বারহাট্টা সরকারি কলেজে ৫০ শতাংশের উপরে পাশ করেছে।
বারহাট্টা নেত্রকোনায় মোট ৪টি কলেজ ও দুটি ফাজিল মাদরাসা হয়েছে। মনাষ কে বি ফাজিল মাদরাসা ৮৫.৭১ শতাংশ ও কৈলাটি এফইউ ফাজিল মাদ্রাসায় ৭২.৪১ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সব চেয়ে খারাপ রেজাল্ট করেছে ফকির আশরাফ ডিগ্রি কলেজ ও বাউসী অর্ধচন্দ্র কলেজ। তবে এই বছর বারহাট্টা উপজেলায় কোন শিক্ষার্থী জিপিএ ৫ পায় নি বলে জানা গেছে।
Comments