মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বাড়ির প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় গৌরঙ্গ চন্দ্র ঘোষ, ননী চন্দ্র ঘোষ, গিয়াস উদ্দিন মাদবর ও রনি মিয়াদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী টঙ্গীবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে মন্ডল বাড়ি এলাকার বাসিন্দা সুশান্ত কুমার ঘোষ নিজ বাড়ির চারপাশে প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা এসে কাজ বন্ধ করে দেয় এবং প্রাচীর নির্মাণ অব্যাহত রাখতে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম বলেন, “অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল প্রশাসনের কাছে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
Comments