সারা দেশে যখন এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় ধরনের পতন হয়েছে, তখন হবিগঞ্জের লাখাই উপজেলায় শিক্ষার চিত্র আরও ভয়াবহ। আজ, ১৬ অক্টোবর, প্রকাশিত ফলাফলে লাখাই উপজেলায় পাশের হার দাঁড়িয়েছে মাত্র ২৬.৬৭% যা দেশের সার্বিক গড় পাশের হারের চেয়ে প্রায় ৩২ শতাংশ কম।
জাতীয় ও জেলা চিত্রের তুলনায় লাখাই
এই বছর সারাদেশের গড় পাশের হার যেখানে ৫৮.৮৩%, সেখানে লাখাই উপজেলার সম্মিলিত পাশের হার মাত্র ২৬.৬৭%। সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন হবিগঞ্জ জেলায় গড় পাশের হার ৪৯.৮৮% হলেও, লাখাই সেই জেলার গড়ের তুলনায়ও প্রায় অর্ধেক। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, উপজেলা থেকে কোনো শিক্ষার্থীই জিপিএ-৫ (এ+) অর্জন করতে পারেনি।
Comments