বিশ্ব হাত ধোয়া দিবসে পরশুরামে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 'হাত ধোয়ার নায়ক হোন' এ প্রতিপাদ্যকে সামনে রেখে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম শাফায়াত আকতার নূরের সভাপতিত্বে র্যালিতে উপস্থিত ছিলেন এলজিইডির উপজেলা প্রকৌশলী এস এম শাহ আলম ভূঁইয়া, উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আহমেদ, পরশুরাম পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আবদুল আলিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী উত্তম কুমার মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা সাবান দিয়ে হাত ধোয়ার পদ্ধতি সম্পর্কে প্রদর্শনীতে তুলে ধরে।
Comments