নোয়াখালী বিভাগ আন্দোলনের দাবি সফল করার লক্ষ্যে গত বুধবার বিকেলে চাটখিল প্রেসক্লাব মিলনায়তনে নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক জহিরুল ইসলাম কাউসার। চাটখিল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, দৈনিক সমকাল প্রতিনিধি গুলজার হোসেন সৈকতের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাভিশন প্রতিনিধি কামরুল কানন, দৈনিক খবর প্রতিনিধি মনির হোসেন বিএসসি, দৈনিক আমার দেশ প্রতিনিধি মামুন চৌধুরী, দৈনিক ভোরের চেতনা প্রতিনিধি ইলিয়াস কাঞ্চন, জি টিভি প্রতিনিধি গোলাম সারোয়ার জুয়েল ও মানবাধিকার কর্মী তারফিনা শাহনাজ রজব প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা নোয়াখালী বিভাগ বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরে বলেন, বাংলাদেশের অর্থনীতিতে বৃহত্তর নোয়াখালী বলিষ্ঠ ভূমিকা পালন করছে, বিভাগ ঘোষণার মাধ্যমে তা আরও বেগবান হবে। প্রধান অতিথি জহিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, বৃহত্তর নোয়াখালী এক অপার সম্ভাবনাময় এলাকা। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নোয়াখালীর সন্তানেরা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তিনি অন্তর্র্বতীকালীন সরকারের কাছে নোয়াখালীর কোটি মানুষের প্রাণের আকুতি নোয়াখালী বিভাগ ঘোষণা
Comments