আর্মি ইউনিভার্সিটিতে জ্বালানি ও বিদ্যুৎ খাতের চ্যালেঞ্জ নিয়ে সিম্পোজিয়াম অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএইউএসটি) ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিগত পদ্ধতি’ শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত ওই সিম্পোজিয়ামের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেল (আরপিসি)। এবং এতে সহযোগিতা করে বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল (বিইপিআরসি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল (বিইপিআরসি)-এর এনডিসি চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিইপিআরসি-এর অতিরিক্ত সচিব ও ইনোভেশন মেম্বার ড. মো. রফিকুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.)।
এতে স্বাগত বক্তব্য রাখেন, রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেল (আরপিসি)-এর পরিচালক ড. কাজী মোহাম্মদ এনামুল হক। এবং মূল বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোছা. রুবিনা আক্তার।
বিশেষ অতিথি ড. মো. রফিকুল ইসলাম বিইপিআরসি-এর কার্যক্রম ও বিভিন্ন কোলাবোরেশন (বা সহযোগিতা) ও ফান্ডিং-এর ওপর আলোকপাত করেন এবং ইতোমধ্যে তাঁদের অর্জিত সাফল্যের বিষয়ে সকলকে অবগত করেন।
এ সিম্পোজিয়ামে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় প্রযুক্তিগত উদ্ভাবনের গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা হয়। এই উদ্যোগে বিশেষজ্ঞরা বিদ্যুৎ উৎপাদন, বিতরণ এবং টেকসই জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে তাঁদের মূল্যবান মতামত তুলে ধরেন। বিশেষ করে বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থার সংকট এবং তা কাটিয়ে উঠতে প্রযুক্তি ও উদ্ভাবনের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্ট বিষয়ে বিশদ আলোচনা করেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (মাইন অপারেশন)-এর মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক। তিনি মাইনিং-এর ওপর দেশীয় গবেষণায় বিশ্ববিদ্যালয়গুলোকে জোর দেওয়ার অনুরোধ করেন এবং এ ক্ষেত্রে নীতিনির্ধারকদের সাথে একটি সেতুবন্ধন তৈরিতে উৎসাহিত করেন।
সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তিস্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাসহ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) থেকে প্রকৌশলীবৃন্দ। এছাড়াও বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এবং সৈয়দপুর ১৫০ ও ২০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট (পিডিবি) থেকে প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।
এছাড়া, আর্মি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করে গবেষণা, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নে বিএইউএসটি-এর ভূমিকা নিয়ে আলোচনা করেন।
এতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে টেকসই ও উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়। এই সিম্পোজিয়ামটি বিএইউএসটি এবং বিইপিআরসি-এর একসঙ্গে গবেষণা এবং উদ্ভাবনে নেতৃত্ব দেওয়ার অঙ্গীকারকে দৃঢ় করেছে। এবং বাংলাদেশের শক্তি খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিএইউএসটি এবং বিইপিআরসি-এর যৌথ উদ্যোগের প্রতিফলন হিসেবে গণ্য করা হয়।
Comments