Image description

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক, চোরাকারবারি, বাল্যবিবাহসহ সকল প্রকার সামাজিক অপরাধ বন্ধে জনতার সাথে থানা পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরী থানার আয়োজনে শনিবার বিকালে থানা চত্বরে এ অনুষ্ঠান হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মাহফুজুর রহমান, নাগেশ্বরী সরকারি কলেজের অধ্যক্ষ ড. আনোয়ার হোসেন মন্ডল, সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা মো. রফিকুল ইসলাম এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ ছাত্র প্রতিনিধি ও অন্যান্যরা।