Image description

জয়পুরহাটের কালাই উপজেলায় ‘এসো গড়ি সোনার বাংলা (অএঝই)’ নামের একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক মো. মেহেদী হাসান ও তার পিতা গাউসুল আযমের বিরুদ্ধে জামানত ও বকেয়া বেতন ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ৫০ জন শিক্ষক। রোববার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় কালাই উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকারা এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষিকা গোলসানা শিল্পী, তহমিনা বেগম, খাদিজা খাতুন, রিফাত জাহানসহ অন্যরা। তারা অভিযোগ করেন, ২০২২ সালে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় ‘আউট অব স্কুল চিলড্রেন’ শিক্ষা কার্যক্রমে শিক্ষক হিসেবে যোগদানের সময় সংস্থার নির্বাহী পরিচালক গাউসুল আযম প্রত্যেক শিক্ষকের কাছ থেকে ২০ হাজার টাকা জামানত হিসেবে গ্রহণ করেন। প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বরে শেষ হলেও এই জামানতের টাকা এখনো ফেরত দেওয়া হয়নি।

শিক্ষকরা আরও জানান, মাসিক ৫ হাজার টাকা বেতনের চুক্তিতে নিয়োগপ্রাপ্ত হলেও তাদের বেতন নিয়মিত প্রদান করা হয়নি। ছয় মাস পরপর আগাম সই করা চেক জমা রেখে আংশিক বেতন পরিশোধ করা হতো। এছাড়া, ভাড়া ও উৎসব ভাতার টাকাও পুরোপুরি দেওয়া হয়নি। ভুক্তভোগী শিক্ষকদের দাবি, প্রত্যেকের কাছে গড়ে ৪৮ হাজার টাকা বকেয়া বেতন এবং ২০ হাজার টাকা জামানত পাওনা রয়েছে। তারা অবিলম্বে জামানত ও বকেয়া বেতন পরিশোধ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ‘এসো গড়ি সোনার বাংলা (অএঝই)’ সংস্থার নির্বাহী পরিচালক মো. গাউসুল আযমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগগুলো মিথ্যা বলে দাবি করেন।

কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আখতার জাহান জানান, শিক্ষকরা তার কাছে অভিযোগ জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।