নওগাঁর পোরশা থানা পুলিশ পৃথক ডাকাতি মামলায় চারজন আসামিকে গ্রেপ্তার করেছে। শনিবার (১৯ অক্টোবর) তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন— সোহেল রানা ওরফে সোহেল (৩৫), চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বংপুর গ্রামের বাসিন্দা। তিনি গত ১৫ অক্টোবর সরাইগাছি-আড্ডা সড়কের মোশানতলায় বাস ডাকাতি মামলার আসামি। কামরুল ইসলাম ওরফে কামু (৪৭), চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার তেঘরিয়া গ্রামের বাসিন্দা। তিনি গত ১৬ অক্টোবর রাতে একই সড়কের বেজোড়ামোড় ও মোশানতলায় ডাকাতি মামলার আসামি। মোফাজ্জল (৪৩), পোরশা উপজেলার জাফরপুর গ্রামের বাসিন্দা। তিনি ১৬ অক্টোবরের ডাকাতি মামলার আসামি। রুবেল (২৭), খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার হাটিয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং পোরশা উপজেলার বিপ্রভাগ গ্রামের আনোয়ার হোসেনের জামাই। তিনি ১৬ অক্টোবরের ডাকাতি মামলার আসামি।
আটককৃতদের বিরুদ্ধে পোরশা থানায় পৃথক ডাকাতির মামলা রয়েছে। থানা অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন।
Comments