গাজীপুর মহানগরীর ওয়ার্ডে ওয়ার্ডে সরব জামায়াতের পার্টি অফিস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে সরব হয়ে উঠেছে জামায়াতে ইসলামীর পার্টি অফিসগুলো। সকাল থেকে রাত পর্যন্ত কর্মীদের উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণার কার্যক্রম।
আজ রবিবার সকালে নগরীর পূবাইল থানা এলাকায় ঘুরে দেখা গেছে, প্রতিটি ওয়ার্ডে জামায়াতের অফিসে ব্যস্ত সময় কাটাচ্ছেন নেতাকর্মীরা। অফিসজুড়ে পোস্টার, ব্যানার, লিফলেট ও প্রচার সামগ্রীতে সাজানো হয়েছে দেয়াল ও প্রবেশপথ। সেখানে চলছে সাংগঠনিক কার্যক্রম, প্রচারণার পরিকল্পনা এবং কর্মীদের মাঝে দায়িত্ব বণ্টনের কাজ।
নেতাকর্মীরা সকাল থেকে রাত পর্যন্ত লিফলেট বিতরণ, ভোটারদের সঙ্গে যোগাযোগ ও প্রচারণার কৌশল নির্ধারণে ব্যস্ত সময় পার করছেন। গাজীপুর-৫ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী খায়রুল হাসানের পক্ষে মাঠপর্যায়ে প্রচারণা চালাচ্ছেন তারা।
পূবাইল থানা জামায়াতে ইসলামীর আমির আশরাফ আলী কাজল বলেন, নির্বাচনকে ঘিরে আমাদের প্রতিটি পার্টি অফিসে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আমরা জনগণের ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে চাই। এজন্য সংগঠনের প্রতিটি সদস্য দায়িত্বশীলভাবে কাজ করছে।
থানার নায়েবে আমির অ্যাডভোকেট শামীম মৃধা বলেন, আমাদের পার্টি অফিসগুলো এখন প্রচারণার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখান থেকেই কর্মীরা মাঠপর্যায়ে প্রচারণা পরিচালনা করছে। জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। আমরা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালিয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে রাত পর্যন্ত পার্টি অফিসগুলোতে নির্বাচনী তৎপরতা অব্যাহত থাকে। থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা নিয়মিত মাঠপর্যায়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং নির্বাচনী প্রচারণা জোরদার করছেন।
Comments