
মাদারীপুরে নির্মাণাধীন ভবনে ছাদে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে মাদারীপুর শহরের সবুজবাগ এলাকার সিদ্দিকুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ওই শ্রমিকের নাম মো. রনি সরদার (২২)। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সোনাইগাজী এলাকার হারুণ সরদারের ছেলে ও পেশায় তিনি একজন রাজমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত রোববার সকালে রনিসহ কয়েকজন শ্রমিক সিদ্দিকুর রহমানের মালিকানাধীন একটি চার তলা ভবনে রাজমিস্ত্রির কাজ করতে আসেন। ভবনের ছাদে কাজ করতে গেলে বৈদ্যুতিক খুটির সঙ্গে বিদ্যুতায়িত হয়ে তিনি নিচে পড়ে যান। পরে গুরতর আশঙ্কাজনক অবস্থায় রনিকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল বলেন, আমরা ঘটনা শুনেছি, তবে আমাদের না জানিয়ে হাসপাতাল থেকে মরদেহটি স্বজনরা নিয়ে যায়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments