Image description

ময়মনসিংহের ভালুকায় সংরক্ষিত বনের আকাশমণি গাছ কেটে নেওয়ার সময় একটি পিকআপভ্যানসহ গাছ জব্দ করেছে স্থানীয় বন বিভাগ। তবে রহস্য জনক কারণে কৌশলে ড্রাইভারকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (১৯ অক্টোবর) সকালে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের হবিরবাড়ি মৌজার ৭৭১ দাগের সংরক্ষিত বাগান থেকে গাছ কেটে গাড়িতে তোলার সময় স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগের সদস্যরা গাড়িটি আটক করেন। পরে ড্রাইভারসহ জব্দকৃত পিকআপ ও গাছগুলো ভালুকা রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে কৌশলে ড্রাইভারকে ছেড়ে দেয় হবিরবাড়ী বিটের বিট কর্মকর্তা আব্দুল মতিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাটা গাছগুলো স্থানীয় একটি করাতকল কারখানায় নেওয়ার প্র¯‘তি চলছিল। জব্দ করা গাছের বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা বলে জানা গেছে।

হবিরবাড়ি ইউনিয়ন বিট কর্মকর্তা আব্দুল মতিন বলেন, “গাছসহ গাড়িটি আটক করে রেঞ্জ অফিসে আনা হয়েছে। তবে গাড়ির সঙ্গে কাউকে পাওয়া যায়নি। মূল হোতাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি।”

তবে, ওই গাড়ীর ড্রাইভার উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৪০) জানান, গাড়ী ও গাছগুলো রেঞ্জ অফিসে আটক রেখেছে। গাড়ীর মালিক কাশেমের ছেলে সুমন গাড়িটি ছাড়ানোর জন্য চেষ্টা করছে।

এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মানিক।

ময়মনসিংহ বন বিভাগের সহকারী বন সংরক্ষক সাদিকুল ইসলাম খানের কাছে জানতে চাইলে তিনি এখনো এবিষয়ে কিছু জানেন না বলে জানান।