আ'লীগ ও হিন্দুরা তাদেরকেই ভোট দেবে যাদের হাতে তারা নিরাপদ: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করীম বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং হিন্দুরা তাদেরকেই ভোট দেবে যাদের কাছে তাদের জান-মাল নিরাপদ থাকবে। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধসহ দেশের সকল নাগরিকের জান-মাল নিরাপদ থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
রবিবার (১৯ অক্টোবর) বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ড প্রতিনিধিদের নিয়ে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বিগত সময়ে যারা এমপি-মন্ত্রী হয়েছেন তারা উন্নয়নের নামে শুভঙ্করের ফাঁকি দিয়েছেন। এ দেশের সহজ-সরল মানুষদেরকে ধোঁকা দিয়েছেন। উন্নয়নের কথা বলে মানুষদেরকে ব্যস্ত রেখে সংসদে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করেছেন।”
মুফতি ফয়জুল করীম আরও বলেন, “এমপিদের কাজ শুধু আইন পাশ নয়, বরং দেশ কিভাবে চলবে এবং কোন আইনে চলবে সে বিষয়েও নজর রাখা উচিত। কিন্তু বিগত সময়ে এমপিরা উন্নয়নের মূলা ঝুলিয়ে মানুষদেরকে ব্যস্ত রেখে দেশ, ইসলাম, মুসলিম ও নৈতিকতা-বিরোধী বিভিন্ন আইন প্রণয়নে ব্যস্ত ছিলেন।”
তিনি বলেন, “ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে গত ৫৪ বছরে যত উন্নয়ন হয়েছে, পাঁচ থেকে দশ বছরের মধ্যে তার চেয়ে বেশি উন্নয়ন করা সম্ভব হবে। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দেশের টাকা বিদেশে পাচার করা হবে না, কোনো মানুষের ওপর জুলুম, নির্যাতন, মারামারি বা হানাহানি থাকবে না।”
আগামী নির্বাচনের আগ পর্যন্ত নেতাকর্মীদের সকল কাজ থেকে অবসর নিয়ে নির্বাচনী কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। ফয়জুল করীম বলেন, “যে কর্মী যে পেশায় আছেন, প্রয়োজনে ছুটি নিতে হবে। প্রয়োজনে পরে ওভারটাইম করে তা পূরণ করতে হবে। এখন থেকে আর বিশ্রাম নয় — বিজয় নিয়ে ঘরে ফিরলেই কেবল বিশ্রাম।”
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, লক্ষ্মীপুর জেলা সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন, সহ-সভাপতি জাকির হোসেন পাটোয়ারী, জেলা সহ-সভাপতি মাওলানা মহিউদ্দিন এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।
Comments