
মুন্সিগঞ্জের সদর উপজেলার মৌমাছির চাকে এক শিক্ষার্থীর ঢিল মারাকে কেন্দ্র করে শিক্ষকসহ অন্তত ১৫ জন মৌমাছির কামড়ে আহত হয়েছেন। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মহেশপুর এলাকার বানিয়ালচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন- বাংলাবাজার ইউনিয়নের মহেশপুর এলাকার মো. সালাউদ্দিনের ছেলে ইউসুফ, মো.খবিরউদ্দিনের ছেলে হাবিব, আনোয়ার মিঝির ছেলে মাহাদি হাসান, মো. হানিফের ছেলে মাহফুজ, আবু কালামের ছেলে রিফাতসহ আরও কয়েকজন। আহতরা সবাই বানিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছেন বিদ্যালয়ের কর্তৃপক্ষ।
স্কুল সূত্রে জানা যায়, বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন সময়ে এক শিক্ষার্থী বিদ্যালয় প্রাঙ্গণে থাকা একটি গাছে মৌমাছির চাকে ঢিল মারে। এতে মুহূর্তেই শত শত মৌমাছি ছুটে এসে শিক্ষার্থী ও শিক্ষকসহ সবাইকে কামড়াতে শুরু করে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদিকে, অবস্থার অবনতি হওয়ায় ৬ স্কুল শিক্ষার্থীকে ঘটনা স্থল থেকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাসেল বেপারী জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। আমরা আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করছি। আহতদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। ফলে স্কুল ছুটি দিয়ে সব শিক্ষার্থীকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিন জানান, দুপুরে ৭ শিক্ষার্থীকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ৬ জনকে ভর্তি করা হয়েছে।
Comments