Image description

রংপুরের পীরগঞ্জে চাঞ্চল্যকর ৬০ ঊর্ধ্ব বৃদ্ধার গলা কেটে হত্যা মামলায় অনিক নামে এক জনকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। রোববার মধ্যরাতে পীরগঞ্জ থানা পুলিশ ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত অনিক সম্পর্কে নিহত আকলিমা বেগমের নাতি এবং নিহত আকলিমা বেগমের ছেলে রাসেদুল মিয়ার ছেলে।

পীরগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো. শফিউল ইসলাম বলেন, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি পীরগঞ্জের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে। আর এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত শনিবার মধ্য রাতে নিহতের স্বামী মো. হাকিম মিয়া প্রথমে তাঁর স্ত্রীর গলা কাটা দেখতে পান। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পীরগঞ্জ থানা পুলিশ জানায়, রোববার মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে আসামি অনিককে গ্রেপ্তার করা হয়।