ফেনীর পরশুরামে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ প্রাপ্ত সামিয়া নাজনীন যুথি ডাক্তার হয়ে অসহায় ও দরিদ্র মানুষের সেবা করার স্বপ্ন দেখছেন। তিনি জানান, তার গ্রামের বাড়ি বক্স মাহমুদ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে, যেখানে বেশিরভাগ মানুষ অসহায় ও দরিদ্র এবং বিনা চিকিৎসায় মারা যায়। ভবিষ্যতে তিনি তাদের পাশে দাঁড়াতে চান।
জানা গেছে, যুথি ২০২৩ সালে পরশুরাম সরকারি মডেল পাইলট হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছিলেন এবং সর্বোচ্চ নম্বর পেয়ে পরশুরাম উপজেলায় প্রথম স্থান অধিকার করেন। সেই ধারাবাহিকতায় তিনি এইচএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ অর্জন করেছেন। সে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা গ্রামের ব্যবসায়ী আবুল হাশেম ও কোহিনুর বেগম দম্পতির বড় মেয়ে।
সামিয়া নাজনীন যুথি জানান, প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষকদের সঠিক গাইডলাইন এবং মা-বাবার সর্বোচ্চ প্রচেষ্টায় এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে। এইচএসসির ফলাফল প্রকাশের পূর্ব থেকেই তিনি মেডিকেলে ভর্তির জন্য কোচিং করছেন। তার লক্ষ্য একজন ডাক্তার হয়ে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় কাজ করা।
Comments