Image description

৬ দিন আগে নিজেদের স্বপ্ন বুনতে এক সাথে পোশাক কারখানায় চাকরি নিয়েছিলেন ৪ মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া মো. জয় ও তাঁর স্ত্রী। ৭ দিনের মাথায় ১৪ অক্টোবর দুপুরে রাজধানীর মিরপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছেন এই দম্পতি। ছেলের পোড়া লাশটি ছয়দিন পর ফেরত পেলেও পুত্রবধূর লাশটি এখনও পাননি বাবা সবুজ মিয়া।

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের নল্লা গ্রামের সবুজ মিয়ার ছোট ছেলে জয় ও তাঁর স্ত্রী একই কারখানায় ৬ দিন আগে চাকরি নিয়েছিলেন। ওই দিনের অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনেই পুড়ে ছাই হয়ে গেছেন। ঘটনার দিন জয়ের শ্বশুর জামাইয়ের পোড়া দেহটি শনাক্ত করতে পারলেও নিজের মেয়ের কোনো অস্তিত্ব এখনও পাননি।
২০ অক্টোবর সোমবার সকাল ১০টায় জয়ের নিজ বাড়িতে তাঁর দাফন কাফন সম্পন্ন হয়েছে।

নেত্রকোনা ২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাওলানা এনামুল হক জানাজার নামাজে উপস্থিত হয়ে শোক প্রকাশ করেছেন ও নিহতের পরিবারকে ১ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস প্রদান করেছেন।