Image description

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের পশ্চিম আলদি আনসার ও ভিডিপি উন্নয়ন ক্লাব সমিতির দখল হয়ে থাকা ৫ শতাংশ জমি (আরএস নং ১৫২, দাগ নং ০৪) পুনরুদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এ জমি উদ্ধার করা হয়। জমিটির মালিক মৃত মো. মোসলেম মৃধা এবং মৃত মো. ইসলাম মৃধা এটি বাংলাদেশ আনসার ও ভিডিপি মহাপরিচালককে দানপত্র করে দেন ১৭ এপ্রিল ১৯৯৩ সালে।

কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন আনসার ও ভিডিপি সদস্য মো. সাগর বলেন, ০৫ শতাংশের এই জমিটি প্রায় ১৫ বছর যাবত জমিদাতা মৃত মো. মোসলেম মৃধা এবং মৃত মো. ইসলাম মৃধার দখলে ছিল। আজ তা অত্যন্ত শৃঙ্খলার সাথে উদ্ধার করা হয়েছে।

এই বিষয়ে জমিদাতা মৃত মো. ইসলাম মৃধার মেয়ে মনোয়ারা বেগম বলেন, আনসার ও ভিডিপিতে আমার বাবা ও চাচা জমি দান করেছেন। আমরা তা স্ব-ইচ্ছায় প্রদান করে দিয়েছি। 

আনসার ও ভিডিপি উপজেলা কর্মকর্তা কারিমা বেগম জানান, সরকারি সম্পত্তি রক্ষা ও ব্যবহারের স্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়। পুনরুদ্ধারকৃত জমিতে ক্লাবের উন্নয়নমূলক কাজ দ্রুত শুরু করার পরিকল্পনা নেওয়া হবে।

এই কাজে জরুরি কাগজ সংগ্রহসহ সর্বোচ্চ সহযোগিতা করেছেন কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের ভিডিপি সদস্য মো. সাগর।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কারিমা বেগম, উপজেলা প্রশিক্ষিকা ফেরদৌসী আক্তার, আড়িয়ল ইউনিয়ন দলনেতা অনিক শেখ, সোনারং টঙ্গীবাড়ী আনসার প্লাটুন কমান্ডার তানজির আহমেদ, ভিডিপি সদস্য সাগর শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।