Image description

ফেনীতে জামায়াতের মহিলা শাখার এক উঠান বৈঠকে হামলা চালিয়েছে যুবদলের নেতাকর্মীরা। এতে ১০ জামায়াত-শিবির নেতাকর্মী আহত হয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন ফেনী জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল হান্নান। 

স্থানীয় সূত্র জানায়, স্থানী যুবদল নেতা কামরুল ইসলাম ভূঁইয়া ঘটনার আগে নিজের ফেসবুক লাইভে এসে জামায়াতের নারী সমর্থকদের কুরআন তালীমের রাজনৈতিক প্রোগ্রাম প্রতিহতের ঘোষণা দিয়েছিলেন। এর পর এই হামলার ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। 

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, দুই দলের মধ্যে ঝামেলা ও পরবর্তীতে সমঝোতার বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

অন্যদিকে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, এই ঘটনায় বিএনপিরও ১৫ জন আহত হয়েছে। বিকেলে সমঝোতা বৈঠক হয়েছে, সেখানে বিষয়টি মিটমাট হয়। পরে জামায়াত নেতারা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।