
মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে কৃষকদের মাঝে সরেজমিনে ঋণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০ টায় কৃষি ব্যাংক মাদারীপুর মূখ্য অঞ্চলের গোপালপুর শাখার আয়োজনে ডাসার উপজেলার ভাঙ্গাব্রীজ এলাকায় এ ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় ১৫ জন গ্রাহকের মাঝে ৫০ হাজার টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত বিভিন্ন স্কীমে ঋণ বিতরণ করা হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংক গোপালপুর শাখার ব্যবস্থাপক কেএম আতাহার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন; সিআরএম অফিস মাদারীপুর প্রতিনিধি শহিদুল ইসলাম, কৃষি ব্যাংক কর্মকর্তা সুজিত তালুকদার, স্থানীয় শিক্ষক শাজাহান হাওলাদার, সমাজসেবক আসমত আলী হাওলাদার, সাংবাদিক সৈয়দ শামীমসহ গ্রাহক ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সহজ শর্তে এবং কোন প্রকার ভোগান্তি ছাড়া ঋণ পাওয়ায় খুশি ঋণ গ্রহীতা শিলা আক্তার সহ অন্যান্য গ্রাহকেরা।
অনুষ্ঠানে কৃষি ব্যাংক গোপালপুর শাখার ব্যবস্থাপক কেএম আতাহার হোসেন বলেন, “কৃষি ব্যাংক সবসময় কোন প্রকার ভোগান্তি ছাড়াই কৃষকদের মাঝে ঋণ বিতরণ করে আসছে। খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে কৃষি খাতের ভূমিকা অপরিসীম। সেই ধারাবাহিকতায় এ অঞ্চলের কৃষকদের জন্যও ঋণ সহজীকরণ করতে সরেজমিনে এই ঋণ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।”
পরে উপস্থিত জনগনের মাঝে কৃষি ব্যাংকের বিভিন্ন সুবিধা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
Comments