ছাতকে মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে গোবিন্দগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ পয়েন্টে সিলেট-সুনামগঞ্জ সড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে গোবিন্দগঞ্জ এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী, দিঘলি গ্রামের গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, ছৈলা আফজালাবাদ ইউনিয়নের ইউপি সদস্য সিরাজ উদ্দিন, সাবেক ইউপি সদস্য লাল মিয়া, ব্যবসায়ী আব্দুর রউফ, হাজী রউফ মিয়া, মোহাম্মদ জহির উদ্দিন, জাবেদ মিয়া প্রমুখ।
বক্তারা জানান, ব্যবসায়ী জহির হোসেন ঈদগাহ ও কবরস্থানের জন্য সরকারি জমির আবেদন করায় তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগের পর থেকে স্থানীয় বাসিন্দারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছেন। তারা অভিযোগ করেন, গোবিন্দগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতি চলমান রয়েছে। কিছু ক্ষুদ্র ব্যবসায়ী উচ্ছেদের নামে সরকারি জমি দখল ও বাণিজ্যিক অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।
মানববন্ধনে বক্তারা এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভূমিখেকোদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তারা বলেন, “এ ধরনের মিথ্যা অভিযোগ ও জমি দখলের ঘটনা এলাকার শান্তি ও উন্নয়নের জন্য হুমকি। অবিলম্বে এসব বিষয়ে সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা এলাকার সার্বিক উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
Comments