
লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের বিশেষ অভিযানে আলোচিত আসামি রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মোট ১৮টি মামলা রয়েছে, যার মধ্যে ১৩টি মাদক মামলা, একটি ডাকাতি মামলা এবং বাকি মামলাগুলো মারামারি সংক্রান্ত।
মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৪টার দিকে রায়পুর পৌরসভার ৬নং ওয়ার্ডের জিনের মসজিদ এলাকার মৌলভী সাহেবের বাড়ি থেকে তাকে নিজ ঘর থেকে আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, যৌথ বাহিনী একাধিকবার অভিযান চালিয়েও তাকে ধরতে পারেনি। জানা গেছে, রাকিব প্রতিদিন লক্ষ লক্ষ টাকা মূল্যের মাদক কারবার করতো।
রায়পুর থানার এএসআই সজীব নিশ্চিত করে বলেন, রাকিবের বিরুদ্ধে মোট ১৮টি মামলা রয়েছে, যার মধ্যে ১৩টি মাদক মামলা।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, রাকিব দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা অনুসারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Comments