Image description

নারায়ণগঞ্জের বন্দরে এক ১২ বছর বয়সী শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি ট্রাফিক ডিভিশনের কনস্টেবল রুহুল আমিনকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) রাতে শহরের চাষাঢ়া এলাকা থেকে তাকে আটক করা হয় এবং মঙ্গলবার দুপুরে শিশুটির চাচা বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত রুহুল আমিন মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার মো. শেখ সাদীর ছেলে। তিনি বন্দর উপজেলার রূপালী আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে কলাবাগান পুলিশ বক্সের সামনে ভুক্তভোগী শিশুটি কান্না করছিল। সে সময় পুলিশ বক্সে দায়িত্বরত কনস্টেবল রুহুল আমিন শিশুটিকে নারায়ণগঞ্জের বন্দরের রূপালী এলাকার তার ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে শিশুটিকে নিয়ে ঢাকার দিকে ফেরার পথে চাষাঢ়ায় শিশুটি আবারও কান্নাকাটি শুরু করলে লোকজনের সন্দেহ হয়। তারা পুলিশকে খবর দিলে সদর মডেল থানার পুলিশ রুহুল আমিনকে আটক করে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর শিশুটির চাচা বাদী হয়ে বন্দর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

আরও জানা গেছে, ভুক্তভোগী শিশুটি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। সে ঢাকার কলাবাগানে একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করত।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, "ধর্ষণের ঘটনায় শিশুটির চাচা বাদী হয়ে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা করেছেন। গতকাল রাতে শহরের চাষাঢ়া এলাকা থেকে সদর থানা পুলিশ তাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। পরে তাকে ধর্ষণ মামলায় আদালতে পাঠানো হয়েছে এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।"