Image description

ফরিদপুরে প্রকাশ্যে দিনদুপুরে পিস্তলসদৃশ বস্তু ঠেকিয়ে মঞ্জু রানী দাস (৩৬) নামের এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিয়েছে দুই যুবক। সোমবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে ফরিদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর শোভারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুরো ঘটনাটি পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভুক্তভোগী মঞ্জু রানী দাস উত্তর শোভারামপুর এলাকার বিষু দাসের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, মঞ্জু রানী প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠে তাদের ‘মা স্টোর’ নামে মুদি দোকানের সামনের সড়কে ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আগত দুই হেলমেট পরিহিত যুবক মাত্র দেড় মিনিটের মধ্যে তার কানের দুল ছিনিয়ে নেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঞ্জু রানী দোকানের সামনের সড়কে ঝাড়ু দিচ্ছেন। এ সময় একটি মোটরসাইকেলে দুই যুবক আসেন। পেছনে বসা যুবক প্রথমে তার কানের দুলে টান দেন। এরপর মোটরসাইকেলের চালক পিস্তলসদৃশ বস্তু বের করে তাক করে ভয় দেখান। ভয় পেয়ে মঞ্জু রানী নিজেই অন্য কানের দুলটি খুলে তাদের হাতে তুলে দেন।

মঞ্জু রানী দাস বলেন, “প্রতিদিনের মতো আমি দোকানের সামনে ঝাড়ু দিচ্ছিলাম। হঠাৎ মোটরসাইকেলে দুজন এসে আমার কানের দুল ধরে টান দেয়। আমি তাদের চিনি না। তারা পিস্তল বের করে বলে, ‘চিৎকার করলে গুলি করে দেবো।’ ভয়ে আমি নিজেই কানের দুল খুলে দিয়েছি।”

তার স্বামী বিষু দাস বলেন, “এ ঘটনায় আমরা হতবাক। আমাদের এলাকায় প্রায়ই চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটছে। আমরা সিসিটিভি ফুটেজ নিয়ে থানায় যাবো। আমাদের দাবি, দ্রুত এই ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।”

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয় বাসিন্দারা জানান, উত্তর শোভারামপুর এলাকায় সম্প্রতি চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ায় ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অনেকে এই ধরনের প্রকাশ্য ছিনতাইয়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি তুলেছেন।