
ফেনীর পরশুরামে সিএনজিচালিত অটোরিকশা চোর চক্রান্ত ২ সদস্য আটক করেছে পরশুরাম মডেল থানার পুলিশ। শনিবার (২০ অক্টোবর) রাতে ১১ টা ৪৫ মিনিটের সময় মধ্যম চন্দনা নিজ বসতবাড়ি থেকে সাদ্দাম হোসেন (৩৪) গ্রেপ্তার করা হয়।
সাদ্দাম হোসেন মধ্যম চন্দনা চিথলিয়া ইউনিয়নে ১ নং ওয়ার্ডের মাহবুবুল হক ছেলে। সাদ্দাম হোসেন এর তথ্য অনুসারে তার বসত ঘরের শয়নকক্ষের খাটের উপর বালিশের নিচ থেকে Oppo মোবাইল সেট এবং অটোরিকশা সিএনজি যাহার ইন্জিন নং AzzwfD90465, চেসিস নং MD2A27Az7fWD52399 গাড়িটি উদ্ধার করে পুলিশ।
এছাড়াও সাদ্দামের দেওয়া তথ্য মতে, একই গ্রামে শহিদ (২১) কে গ্রেপ্তার করে পুলিশ। শহিদ মধ্যম চন্দনা শাহজাহানের ছেলে। এই দুজনকে গ্রেপ্তার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে মামুন (২৮) পালিয়ে যেতে সক্ষম হয়।
মামলার বাদী রায়হান উদ্দিন (রাজু) মানবকন্ঠকে জানান, শনিবার সন্ধায় অনুমান ৭ ঘটিকার সময় ফেনী রেল ক্রসিং এলাকায় অবস্থান কালে দুজন লোক পরশুরাম উপজেলা চন্দনা গ্রামে যাওয়ার জন্য বলে। আমি যেথে রাজি না হলে তারা ভাড়াইয়া দেওয়ার প্রস্তাব দিলে আমি যেতে রাজি হই। আমি রওয়ানা দেওয়ার জন্য প্রস্তুুত হলে আরও একজন লোক উপস্থিত হয়ে গাড়িতে উঠে নিলক্ষি গ্রামে পৌঁছলে যাত্রীরা কিছুক্ষণের জন্য পাশের একটি বাড়িতে যায়।৩/৫ মিনিট পরে ফিরে আসে। এর পরে তাদেরকে বলি আমাকে বিদায় করে দেন।কিন্তু তারা কিছুক্ষণ পরে আমাকে বিদায় দিবে বলে আশ্বাস দেয়।
পরশুরাম উপজেলা ৩ নং চিথলিয়া ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে তপন সড়কের কাছাকাছি সিলোনিয়া নদীর ব্রীজের কাছাকাছি নির্জন এলাকার দাঁড়াতে বলে। সিএনজি দাঁড়া করানো মাত্রই গাড়িতে থাকা যাত্রীরা গাড়ি থেকে নেমে আমাকে টানা হেঁছড়া ও কিলঘুষি মারিয়া গাড়ি থেকে নেমে ফেলে একজন লোক আমাকে ঝাপটায়া ধরে আমার মুখে কসটেপ দিয়ে মুখ আটকিয়ে দেওয়ার চেষ্টা করে। বাকি দুজন আমার Oppo মোবাইল সেট এবং অটোরিকশা সিএনজি চুরি করে নিয়ে চলে যায় আমি শোর চিৎকার করলে ঘটনার স্থলে আশেপাশে লোকজন আমাকে উদ্ধার করে। ঘটনার বিবরণ তুলে ধরলে স্থানীয়রা সাদ্দাম হোসেনকে চিহ্নিত করে। পুলিশ স্থানীয় দের তথ্যর ভিত্তিতে সাদ্দাম হোসেন কে গ্রেপ্তার করতে সক্ষম অন।
স্থানীয়রা মানবকন্ঠকে জানান, সাবেক মেম্বার সাদ্দাম হোসেন আবদুর রহিমের শীর্ষ ক্যাডারের নিয়ন্ত্রণে ছিল সাদ্দাম হোসেন ও তার বাহিনী। গত ১০ বছর সন্ত্রাসী রহিম মেম্বারের অত্যাচার সাধারণ মানুষ আতংকে থাকত। কেউই মুখ খোলতে পারতো না। আসামি সাদ্দাম হোসেন এর নেতৃত্বে চিথলিয়া ইউনিয়নে আরও বহু সিএনজি চুরি হয়েছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত ওসি নুরুল হাকিম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগিতায় দুজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এবং আসামিদের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি মোবাইল Oppo মোবাইল সেট এবং একটি অটোরিকশা সিএনজি উদ্ধার করা হয়ে। আটককৃত দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পেরন করা হয়েছে।
Comments