ফেনীর পরশুরামে সোলেমান (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর বারোটার দিকে পৌরসভার বাউরখুমা গ্রামের একটি কবরস্থানে গাছের সঙ্গে ঝুলে থাকা সোলেমানের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
নিহত সোলেমান দক্ষিণ বাউরখুমা গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার বাউরখুমা আশ্রয়ণ প্রকল্পের পাশে দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকতেন সোলেমান। তিনি কাঠমিস্ত্রির কাজ করতেন। গত ৫-৬ বছর আগে স্ত্রী দুই মেয়েকে নিয়ে স্বামী সোলেমানকে ছেড়ে চলে যান। এরপর থেকে মানসিক ভারসাম্যহীন হয়ে ভবঘুরে জীবনযাপন করতে থাকেন। সোলেমানের মা তার দেখাশুনা করতেন। গত রবিবার সকালে মায়ের ঘর থেকে ভাত খেয়ে আর ঘরে ফেরেননি।
নিহতের বড় ভাই তাজুল ইসলাম 'মানব কণ্ঠ'-কে জানান, বুধবার দুপুরে দক্ষিণ বাউরখুমা আশ্রয়ণ প্রকল্প বড় কবরস্থানে এক ব্যক্তি কাঠ কাটতে গিয়ে একটি কামরাঙ্গা গাছের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় সোলেমানের অর্ধগলিত লাশ ঝুলতে দেখে। বিষয়টি থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল হাকিম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে 'মানব কণ্ঠ'-কে জানান, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Comments