Image description

নীলফামারীর কিশোরগঞ্জে ডেমোক্র্যাসিওয়াচ'র ‘জেন্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা-ফেসিং’ প্রকল্পের আওতায় তরুণ ও নতুন ভোটারদের নিয়ে সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

নাগরিক প্লাটফর্মের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে (২৩ অক্টোবর) কিশোরগঞ্জ মহিলা কলেজে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ উপজেলা নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক রেজাউল আলম স্বপনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা তাকদির আলী।
'নাগরিকতা, সিভিক এনগেজমেন্ট ফান্ড'-এর আওতায় জিএফএ কনসাল্টিং গ্রুপ জার্মানির কারিগরী সহযোগিতায়, কানাডীয় হাই কমিশন এবং সুইজারল্যান্ড দূতাবাসের আর্থিক সহযোগিতায় সচেতনতা এই কার্যক্রম পরিচালিত হয়।

এতে নতুন ও তরুণ ভোটারদের মধ্যে ভোট সংক্রান্ত নানা শিক্ষণীয় দিক আলোচনা করা হয় ।