Image description

খুলনার মুজগুন্নি এলাকার ১৯ নম্বর সড়কে অগ্নিকাণ্ডে জামায়াতে ইসলামীর ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়সহ ৭টি দোকান, দুটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ, ২টি ইজিবাইক, ২টি ফ্রিজ ও তিনটি রিকশা পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দুপুর ২টার দিকে মুজগুন্নি ১৯ নম্বর সড়কের একটি ইজিবাইকের গ্যারেজ থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ৯ নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামীর কার্যালয়, ৭টি দোকান, দুটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ, ২টি ইজিবাইক, ২টি ফ্রিজ ও ৩টি রিকশাসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিসের বয়রা, দৌলতপুর ও খালিশপুর স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগীদের প্রাথমিক ধারণা অনুযায়ী, আগুনে তাদের ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু ইউসুফ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ৭টি দোকান, দুটি গ্যারেজ এবং জামায়াতে ইসলামী কার্যালয়ের কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি বলে তিনি জানান।