কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে 'চাইল্ড, নট ব্রাইড' প্রজেক্ট, এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় “প্রামাণ্য ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে জন সচেতনতা তৈরি" শীর্ষক ডকুমেন্টারি প্রদর্শনী, অভিভাবক ও কিশোর-কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাবাইটারী শেখ ব্রাদার্স বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ভাঙ্গামোড় ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আব্দুর রশিদ বাবলা'র সঞ্চালনায় ও রাবাইটারী শেখ ব্রাদার্স বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাকারিয়া শেখের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসের সহকারী কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা যুব প্লাটফর্মের সভাপতি আনিসুর রহমান, ভাঙ্গামোড় ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি আঙ্গুর খাতুন, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি 'চাইল্ড, নট ব্রাইড' প্রজেক্টের ভাঙ্গামোড় ইউনিয়নের ফিল্ড ফ্যাসিলিটেটর জাহিদুল ইসলাম সহ আরও অনেকে।
আলোচনা সভার শেষে, বাল্যবিবাহ প্রতিরোধে নাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Comments