Image description

খুলনার কয়রা উপজেলায় ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান (৩৬) নামের এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার কয়রা গ্রামের ধান ক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।

আব্দুর রহমান ওই গ্রামের আব্দুস সামাদ সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহমানের বাড়ির পিছনে মাহাবুব সরদার নামের এক ব্যক্তি তার ধান ক্ষেতে পাহারার জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। ভোরে আব্দুর রহমান ধানক্ষেত দিয়ে কাজে যাওয়ার সময় তিনি বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোতালেব হোসেন বলেন, এ বিষয়ে মামলা দায়ের করা হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।