ইসকন নিষিদ্ধের দাবিতে সৈয়দপুরে তরুণ আলেমদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর সৈয়দপুর পাঁচ মাথা মোড় (পুলিশ বক্সের সামনে) ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আলিফ হত্যা, গাজীপুরের আশামনি ধর্ষণ, টঙ্গীর খতিব অপহরণ, বুয়েটের আত্মস্বীকৃত ধর্ষক শ্রীশান্ত রায়সহ ইসকনের সকল উগ্রবাদী ও ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এটি আয়োজন করে সর্বস্তরের তাওহীদি জনতা। তাদের ব্যানারে অনুষ্ঠিত ওই মানববন্ধনে মাওলানা রাহাতুল আশেকীন, মাওলানা হাসনাইন রেজা, মাওলানা মুফতি হামিদ জামাল, মাওলানা আব্দুল আজিম, মাওলানা জিল্লুর রহমানসহ সৈয়দপুরের বিভিন্ন মতের তরুণ আলেম সমাজ এতে বক্তব্য রাখেন।
সর্বস্তরের তাওহীদি জনতার ব্যানারে মানববন্ধন হলেও এতে সার্বিক সহযোগিতা করে ইয়ুথ ফাউন্ডেশন সৈয়দপুর নামে একটি সংগঠন। ফাউন্ডেশনের মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় শাহরিয়ার আলমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন সর্বস্তরের জনসাধারণ।
এ সময় বক্তারা বলেন, উগ্রবাদী ইসকন যে অখন্ড ভারতের স্বপ্ন নিয়ে নিরীহ মুসলিমদের উপর অত্যাচার করছে তা সকল মুসলিম এক হয়ে প্রতিহত করবে। ভারতের উগ্রবাদী বিজেপি আরএসএস বজরং দলের প্রেসক্রিপশনে ইসকন যে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, প্রয়োজনে এসব অপতৎপরতার জন্য তরুণ আলেম সমাজ জিহাদে নামতে প্রস্তুত। ইসকনের অখন্ড ভারতের স্বপ্ন ধূলিসাৎ করতে আজ বিভিন্ন মতের আলেম এক ব্যানারে উপস্থিত হয়েছে। এদেশে ইসকনের মত উগ্রবাদীদের ঠিকানা হবে না। অবিলম্বে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে অন্যথায় আলেম সমাজ কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামতে বাধ্য হবে।
ঘণ্টাব্যাপী কর্মসূচীর পর মোনাজাতের মাধ্যমে তা শেষ হয়।




Comments