পটুয়াখালীর কলাপাড়ায় বসতঘর থেকে ঘরগিন্নি সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালী'র কলাপাড়া শাখার সদস্যরা। শুক্রবার সকালে সাপটি সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার রাত এগারোটার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন আখড়াবাড়ির শান্ত মিয়ার বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়। সাপটির দৈর্ঘ্য দেড় ফুটের বেশি। বিষয়টি নিশ্চিত করেছেন এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়েজিদ মুন্সী।
তিনি বলেন, ওই বসতঘরের মানুষজন সাপটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করা হয়েছে। এটি একটি নির্বিষ সাপ। সাপ দেখে আতঙ্কিত না হয়ে বা হত্যা না করে তাদের সংস্থাকে খবর দেওয়ার অনুরোধ জানান তিনি।




Comments