Image description

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ কিনে ফেরার পথে চার ক্রেতাকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের অর্থদণ্ড এবং জব্দ হওয়া  ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার হাসাইল এলাকা থেকে এসব মাছ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াজেদ ওয়াসিফ।

পুলিশ জানায়, শুক্রবার সকালে শরীয়তপুর জেলার জাজিরা এলাকা থেকে ইলিশ কিনে ফিরছিলেন চার ব্যক্তি। এ সময় ওই এলাকার নদীর পাড়ে অভিযান চালায় টঙ্গীবাড়ী থানা পুলিশ। এসময় প্রায় ১৫০ কেজি ইলিশসহ তাদের আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াজেদ ওয়াসিফের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে ১০ হাজার এবং একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

টঙ্গীবাড়ী থানার ওসি সাইফুল আলম বলেন, নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিল চার ব্যক্তি। তাদের ১৫০ কেজি ইলিশসহ জব্দ করা হয়। কিছু অসাধু জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পদ্মা নদীতে মাছ শিকারের পর তা নদীর পাড়ে বিক্রি করে। অবৈধভাবে ইলিশ শিকার ও কেনাবেচা বন্ধে নজরদারি অব্যাহত রয়েছে।

টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াজেদ ওয়াসিফ বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ কেনায় চারজনকে আটক করা হয়। পরে তাদের অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়া তাদের কাছ থেকে জব্দ করা মাছ উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।