Image description

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এর প্রার্থী হতে আগ্রহী এবং দলীয়ভাবে সবুজ সংকেত পাওয়া নেতা মীর শাহে আলম সাংবাদিকদের সঙ্গে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহীদ হাফিজার রহমান অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মীর শাহে আলম বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মোড়, যেখানে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা দেশের রাজনৈতিক সংস্কৃতিকে নতুন দিকনির্দেশনা দিতে পারে।”

তিনি আরও বলেন, “বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, আধুনিক স্বাস্থ্যসেবা, শিক্ষার মানোন্নয়ন ও মৌলিক অধিকার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

মীর শাহে আলম শিবগঞ্জ উপজেলার আগামীর উন্নয়নের জন্য একগুচ্ছ পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বলেন, “দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সাংবাদিকরা সত্যের পক্ষে থেকেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আশা করি, ভবিষ্যতেও সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অটল থাকবেন।”

তিনি আরও আহ্বান জানান, “শিবগঞ্জের সার্বিক উন্নয়নের স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ছায়াতলে কাজ করতে হবে। পাশাপাশি, বিভিন্ন রাজনৈতিক দল থেকে ছিটকে পড়া মানুষদের জন্যও বিএনপির দরজা সবসময় খোলা থাকবে।”

অনুষ্ঠানে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।