Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইত্তিহাদ ফাউন্ডেশনের আয়োজনে দ্বিতীয়বারের মতো মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় পৌরসভার এবং উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসার প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত ২ হাজার আটশত শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করে।

সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়, সীতাকুণ্ড আলিয়া কামিল (এম এ) মাদ্রাসা, সীতাকুণ্ড উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমিরাস্থ মসজিদ্দা উচ্চ বিদ্যালয় এবং ভাটিয়ারী ইউনিয়নস্থ হাজ্বী তোবারক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়সহ মোট ৫টি কেন্দ্রে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এ সময় বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সাগুফতা বুশরা মিশমা, চট্টগ্রাম উত্তর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের (সিআরবি) সভাপতি ও উপজেলা জামায়াতে ইসলামী সাবেক আমির, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মাওলানা তাওহীদুল হক চৌধুরী, এপেক্স ক্লাব অব চিটাগাং প্রেসিডেন্ট আশরাফুল আলম ভূঁইয়া, সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওলানা আনোয়ার হোসাইন, রাফিদুল ইসলাম ও মাসুদ প্রমুখ।

মানবিক সংগঠন ইত্তিহাদ ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. তাহমিদুল হক চৌধুরী বলেন, "এটা শুধু পরীক্ষা না এটা বাচ্চাদের মেধা এবং প্রতিভা যাচাইয়ের প্লাটফর্ম। এর মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী যেন নিজেদের মেধাকে বিকশিত করতে পারে। এসব মেধাবৃত্তির মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধার বিকাশ হবে এবং দেশ ও জাতি অনেক উপকৃত হবে। এতে কোনো সন্দেহ নেই। মেধা বৃত্তি পরীক্ষা শুধুমাত্র পুরস্কার পাওয়ার জন্য নয়, বরং এটি শিক্ষার্থীদের প্রকৃত মেধা বিকাশ ও চরিত্র গঠনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম।"