গাছিরখাল লঞ্চঘাটে এলাকাবাসীর স্বপ্ন পূরণে ছিদ্দিক উল্যাহর অবদানে পল্টুন স্থাপন
দীর্ঘদিনের দাবির পর অবশেষে ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের গাছিরখাল লঞ্চঘাটে স্থাপিত হয়েছে একটি নতুন পল্টুন। এলাকাবাসীর দীর্ঘদিনের এই প্রত্যাশা বাস্তবায়িত হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ও ভোলা-০৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়ার উদ্যোগে।
এলাকাবাসীর পক্ষ থেকে বহুদিন ধরে গাছিরখাল ঘাটে একটি পল্টুন স্থাপনের দাবি জানানো হচ্ছিল। বিষয়টি জানার পর এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া নিজ উদ্যোগে বিআইডব্লিউটিএর সঙ্গে যোগাযোগ করে আনুষ্ঠানিকভাবে আবেদন করেন। তাঁর আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে গতকাল বৃহস্পতিবার বিকেলে গাছিরখাল ঘাটে পল্টুনটি পাঠায়।
শুক্রবার সকালে এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া নিজে পল্টুনটি পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন,
“গণমানুষের সেবাই আমার রাজনীতি। এই এলাকার মানুষ বহু বছর ধরে যে ভোগান্তি পোহাচ্ছিল, তা কিছুটা লাঘব হলো বলে আমি সন্তুষ্ট। ভবিষ্যতেও নুরাবাদসহ পুরো চরফ্যাশন ও মনপুরার উন্নয়নে পাশে থাকব।”
এলাকাবাসী তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া শুধু একজন রাজনীতিকই নন, তিনি মানুষের কল্যাণে নিবেদিত একজন প্রকৃত জননেতা।
নতুন এই পল্টুন স্থাপনের ফলে গাছিরখাল ও আশপাশের কয়েকটি গ্রামের মানুষ এখন থেকে সহজে নৌপথে চলাচল করতে পারবে। এতে স্থানীয় অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।




Comments