বিএনপি নেতা পাপ্পু সরকারসহ সাতজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে বহিষ্কৃত বিএনপির সাতজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি। এর মধ্যে রয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল উদ্দিন পাপ্পু সরকার।
শুক্রবার (২৪ অক্টোবর) দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে বহিষ্কৃত ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল উদ্দিন পাপ্পু সরকার, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রুকন উদ্দিন আনসারী, পিরোজপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন তালুকদার, নীলফামারী জেলা বিএনপির সাবেক সদস্য মো. আলী সরকার, এবং মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন তালুকদারসহ মোট সাতজন নেতাকে পূর্বে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, তাঁদের আবেদন ও অনুশোচনা বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির স্বার্থে এই পুনর্বহাল সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এদিকে গাজীপুরে পাপ্পু সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসংখ্য অনুসারী ও দলীয় কর্মীরা ‘আলহামদুলিল্লাহ’ লিখে আনন্দ প্রকাশ করেছেন। অনেকে এ সিদ্ধান্তকে ‘সত্যের জয়’ বলে উল্লেখ করেছেন এবং দলের চেয়ারপারসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।




Comments