Image description

ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবা নিতে এসে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে দালালদের দৌরাত্ম্যের কারণে। অভিযোগ রয়েছে, স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরেই নিয়মিত ঘোরাফেরা করে ১০-১৫ জন নারী দালাল, যারা স্থানীয় কিছু বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের হয়ে কাজ করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীরের ভেতরেই রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন মহিলা। তারা সেবা নিতে আসা রোগীদের টার্গেট করছেন। রোগীদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে হাসপাতালের সেবা না নিয়ে বাইরে গিয়ে পরীক্ষা করাতে নানা প্রলোভন দিচ্ছেন।

ভুক্তভোগী রেহানা বেগম অভিযোগ করে বলেন, "ডাক্তার দেখাতে এসেছিলাম। কিন্তু একজন মহিলা বললেন, এখানে পরীক্ষার ঝামেলা অনেক, ডাক্তার দেখাতে সময়ও বেশি লাগে। সে আমাকে বাইরে একটা ডায়াগনস্টিকে নিয়ে গেল। পরে বুঝতে পারলাম, এখানে করালেই কম খরচে ও ভালোভাবে হতো।"

অন্য এক ভুক্তভোগী শাহিন মিয়া জানান, "আমি শরীরের ব্যাথার চিকিৎসা নিতে এসেছিলাম। গেট দিয়ে ঢোকার পর এক মহিলা এসে বললেন, আমাদের এখানে ভালো ডাক্তার আছে। পরে তার কথা মতো চিকিৎসা নিতে গেলে দেখি এই স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ৫শ টাকা করে নিয়ে চিকিৎসা দিচ্ছেন।"

স্থানীয় ইলিয়াস মুন্সী বলেন, "প্রায়ই দেখি, হাসপাতালে ঢোকার সঙ্গে সঙ্গেই কিছু নারী রোগীদের ঘিরে ধরে। কারো ভালো ডাক্তার লাগবে, কারো এক্স-রে বা আলট্রাসনোগ্রাম লাগবে—এই বলে নানা প্রলোভন দেখিয়ে বাইরে পাঠিয়ে দেয়। এটা নিয়ে অনেক অভিযোগ উঠেছে, কিন্তু কর্তৃপক্ষ তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না।"

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মমিনুর রহমান সরকার জানান, "বিষয়টি ইতিমধ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। খুব শিগগিরই এই দালাল চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"