ঈশ্বরদীতে জামায়াত প্রার্থীর স্বাস্থ্য ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা পেল ৮ হাজার মানুষ
দুই ডজন বিশেষজ্ঞ চিকিৎসকের অংশগ্রহণে পাবনার ঈশ্বরদীতে শুক্রবার (২৪ অক্টোবর) প্রায় ৮ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে দেওয়া হয়েছে প্রয়োজনীয় ঔষধ ও ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস।
স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করেন পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল। এ ক্যাম্প ‘অধ্যাপক আবু তালেব মন্ডল সমর্থক ফোরাম’-এর ব্যবস্থাপনায় পৌর শহরের আলহাজ্ব টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন করেন পাবনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনার সহকারী সিভিল সার্জন ডা. খাইরুল ইসলাম, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার সরকার, আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম, এবং ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ডা. নুরুজ্জামান প্রামাণিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস. এম. সোহেল।
চিকিৎসা সেবা প্রদানকারীদের মধ্যে ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. নুরে আলম সিদ্দিকী, গাইনি ও অবস ইনফারটিলিটি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফাতেমা সিদ্দিকা, রাজশাহী মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর ডা. বাহারুল ইসলাম, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. আফসার সিদ্দিকী এবং শিশু রোগ বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামসহ প্রায় দুই ডজন বিশেষজ্ঞ চিকিৎসক।
সারাদিনজুড়ে ঈশ্বরদী ও আশপাশের এলাকা থেকে রোগীরা স্বাস্থ্য সেবা গ্রহণ করেন। দুই শতাধিক স্বেচ্ছাসেবক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরলসভাবে কাজ করেন।
পাকশীর দিয়াড় বাঘইল থেকে আসা রিমা খাতুন বলেন, “চর্মরোগে দীর্ঘদিন ভুগছিলাম। এখানে এসে বিনামূল্যে ডাক্তার দেখাতে এবং ঔষধ পেয়ে খুব ভালো লাগছে। আয়োজকদের ধন্যবাদ।”
বড়ইচরা গ্রামের আমজাদ হোসেন বলেন, “রাজশাহী বা ঢাকায় ডাক্তার দেখাতে গেলে সিরিয়াল পাওয়া কঠিন হয়। এখানে আমাদের মতো শতশত মানুষ বিনামূল্যে চিকিৎসা পেয়েছি, যা সত্যিই আনন্দের।”
আয়োজক অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “রাষ্ট্রীয়ভাবে এখনও সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হয়নি। বেসরকারিভাবে অঞ্চলভিত্তিক এই স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করলে মানুষের কষ্ট কিছুটা লাঘব হয়। সেবাগ্রহণকারীরা সামান্য উপকার পেলেও আমাদের এই আয়োজন সার্থক।” তিনি আরও বলেন, “দেশের মানুষ যদি আমাদের ওপর আস্থা রাখেন, আমরা ক্ষমতাকে ভোগের নয়, বরং আমানত হিসেবে দেখব। জনগণের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার।”
প্রধান অতিথি এডিসি মো. জাহাঙ্গীর আলম বলেন, “চিকিৎসা মানবসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকের আয়োজন প্রমাণ করেছে, ইচ্ছা থাকলে সমাজে বড় পরিবর্তন আনা সম্ভব। প্রশাসনের পক্ষ থেকে আমরা এ ধরনের মানবিক উদ্যোগে সবসময় সহযোগিতা করব।”




Comments