ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের সীমানাবর্তী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তারাইল নামক স্থানে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ২ বাস যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাগুরার শালিখা উপজেলার ঘোষগাতি গ্রামের বাসিন্দা মতিয়ার রহমানের ছেলে মিনহাজুর রহমান (২৪) এবং পাবনার বেড়া উপজেলার বনগ্রামের জুয়েল রানার স্ত্রী ফারজানা ইয়াসমিন (৩০)।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে থানা হেফাজতে নিয়েছে।
শিবচর হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে ভাঙ্গার দিকে যাচ্ছিল। পথে বাসটি অজ্ঞাতনামা একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পর যমুনা লাইনের যাত্রীরা বাস থেকে নেমে এক্সপ্রেসওয়েতে হাঁটাহাঁটি করছিলেন। কয়েকজন যাত্রী বাসের পেছনে দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখনই ভাঙ্গাগামী একটি ট্রাক এসে বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে কয়েকজন যাত্রী চাপা পড়েন।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের জানান, হাসপাতালে আনার আগেই ওই দুই ব্যক্তি মারা গেছেন।
ওসি জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে। অন্ধকার ও অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটতে পারে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।




Comments