Image description

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর নৈশ প্রহরী হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে পটুয়াখালীর কলাপাড়া থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার বালিয়াতলি ইউনিয়নের বলিপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জের নৈশ প্রহরী আবু হানিফ হত্যা মামলার পলাতক আসামী অপু (২৫), পিতা হিরা, গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০ অক্টোবর দুপুরে অভিযুক্ত অপু, রাহাত ও আরও কয়েকজন নৈশ প্রহরী আবু হানিফকে তাদের বাসা থেকে ডেকে নিয়ে নারায়ণগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের বিপরীত পাশে সুন্দরবন মাঠে মারধর করে। পরে তাকে জোড়া ট্যাংকির মাঠে নিয়ে পুনরায় মারধর করা হয়। এক পর্যায়ে তাকে ইট দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে আবু হানিফ মৃত্যু বরন করেন।